মাধ্যমিক
ইতিহাসের ধারণা
( প্রশ্নের মান : ২ )
১. নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? এটি গুরুত্বপূর্ণ কেন?
২. পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? দুটি পরিবেশ আন্দোলনের নাম উল্লেখ করো।
৩. স্থানীয় ইতিহাসচর্চা বা আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
৪. ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও ফটোগ্রাফি গুরুত্ব কী?
৫. খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
৬. নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো?
৭. আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা গুলি লেখ।
৮. আত্মজীবনী এবং স্মৃতি কথা বলতে কী বোঝ?
৯. অ্যানাল স্কুলের গুরুত্ব কী ?
১০. সরকারি নথিপত্র বলতে কি বোঝ?
১১. নারীর ইতিহাসের গুরুত্ব লেখ।
১২. 'Letters from a father to his daughter' কে কার উদ্দেশ্যে চিঠিটি লিখেছিলেন? এই চিঠিগুলোর বিষয়বস্তু কী?
১৩. আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?
১৪. স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?
১৫. ইন্টারনেটের সাহায্যে ইতিহাস চর্চার দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখ।
১৬. সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু কী ছিল ? ১৮৭৮ সালে এই পত্রিকার প্রকাশ ব্রিটিশ সরকার কেন বন্ধ করে দেয় ?
১৭. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার গুরুত্ব
লেখ।
১৮. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি” / সরলা দেবী চৌধুরানীর “জীবনের ঝরাপাতা” / বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’ গুরুত্বপূর্ণ কেন?
suggestion : All Education Tips youtube channel