পঠন সেতু বই সবুজ জামা কবিতার প্রশ্ন উত্তর


 সবুজ জামা


১। ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো :

১.১ গাছেরা কেমন সবুজ (ক) চাদর (খ) শার্ট (গ) জামা (ঘ) ওড়না পরে থাকে।


১.২. এক পায়ে দাঁড়িয়ে থাকা তো– (ক) শাস্তি (খ) খেলা (গ) খুশি (ঘ) মর্জি।


১.৩ তোতাই সবুজ জামা পরতে চায়, কারণ (ক) তাকে দেখে সবাই গাছ মনে করবে (খ) তার গায়ে প্রজাপতি বসবে (গ) তাকে দেখে বন্ধুরা ঈর্ষা করবে (ঘ) সে লোককে হাসাবে বলে।


১.৪ দাদু যেন কেমন,— (ক) তিনি বিচার না করে কাজ করে না (খ) চশমা ছাড়া চোখে দেখে না (গ) গাছকে ভালোবাসেনা (ঘ) তোতাইকে শুধু শাসন করে।


১.৫ ‘আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই।‘ তোতাইবাবুর একটি সবুজ জামা চাই, কারণ—

(ক) তার স্কুলে ওটাই নির্দিষ্ট পোশাক

(খ) সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর তার কোলের ওপর নেমে আসুক একটা, দুটো, তিনটে লাল-নীল ফুল।

(গ) তার দাদু বহুদিন ধরে তাকে তেমন একটা জামা উপহার দিতে চাইছেন।

(ঘ) সে জামাটি পরে গাছেদের মতো একপায়ে দাঁড়িয়ে থাকতে চায়।




২.১ মানুষ যদি গাছের মাপ হত, যদি প্রজাপতিরা এসে খেলা করত মানুষের গায়ে, যদি পাখিরা ঝাঁকে ঝাঁকে এসে বসত মানুষের পিঠে, তাহলে কেমন হত বিষয়ে ১০টি বাক্য লেখ।

উত্তর – মানুষ যদি গাছের মতো হতো, যদি প্রজাপতিরা এসে খেলা করতো মানুষের গায়ে, যদি পাখিরা ঝাকে ঝাকে এসে বসতো মানুষের পিঠে, তাহলে বেশ ভালো হতো। কারণ আমাদের দৈনন্দিন জীবনে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা তখন থাকতো না । সারাটা দিন তখন আমরা প্রজাপতির সাথে খেলা করতাম । এমনকি আমাদের কারোর উপর নির্ভর হয়ে চলতে হতো না , আমরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতে পারতাম । সাজের বেলায় পাখিরা ঝাঁকে ঝাঁকে এসে বসতো আমাদের পিঠে, আশ্রয়ের জন্য । আর একটা সময় আমাদের কোলে নেমে আসতো একটা দুটো তিনটে লাল নীল ফুল ।


২.২ ‘আর টপ করে তার কোলের উপর নেমে আসবে/একটা, দুটো, তিনটে লাল-নীল ফুল’—কখন তা সম্ভব হবে বুঝিয়ে দাও। 

উত্তর  -   তোতাই গাছেদের যে পাতার রং সে পাতার রং এর অর্থাৎ সবুজ রঙের জামা পরতে চায় । আর নিজেকে গাছের মতো করে সে এক জায়গায় এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায় । যখন সে সবুজ জামা পড়ে প্রজাপতিদের দৃষ্টি আকর্ষণ করবে এবং তার ডালে প্রজাপতি বসবে আর তখন টুক করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল ।


২.৩ ক্লাসের সকলে যদি তোতাইয়ের মতো সবুজ জামা পড়ে, যদি গাছের মতো একপায়ে দাঁড়িয়ে তাহলে কী পরিস্থিতি তৈরি হতে পারে তা কল্পনা করে লেখ।

উত্তর -  ক্লাসের সকলে যদি তোতাই এর মতো সবুজ জামা পড়ে , যদি গাছের মত এক পায়ে দাঁড়িয়ে প্রকৃতির মধ্যে বড় হওয়ার সুযোগ পায় তাহলেই তারা হয়ে উঠবে প্রকৃত মানুষ । তারা খুঁজে পাবে সৌন্দর্যে ভরা এক অপরূপ জগৎ । সে জগতে প্রজাপতি উড়ে বেড়ায় পাখনা মেলে । শিশুদের মন বিকশিত হবে বৃক্ষের মতো । তারা হয়ে উঠবে সৃজনশীল । গাছ যেমন নিজের ফুল ফুটিয়ে জগতকে সৌন্দর্য আর সুগন্ধে ভরিয়ে তোলে প্রকৃতির সান্নিধ্যে বড় হওয়ার সুযোগ পেলে তোতাই ও তার ক্লাসের সকলে হয়ে উঠবে সৃষ্টিশীল । নতুন নতুন সৃষ্টির মধ্যে দিয়ে তারা এই পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলবে ।


২.৪ তোতাই ইস্কুলে যেতে চায় না কেন? সেখানে না গিয়ে সে কী করতে চায়?

 উত্তর  -  তোতাই স্কুলে যেতে চায় না, পড়তে চায় না, সে খেলতে চায় । কারণ সে প্রকৃতির সান্নিধ্যে বড়ো হয়ে উঠতে চায়  স্বাভাবিকভাবে ।

          স্কুলে না গিয়ে তোতাই গাছের মতো সবুজ জামা পড়ে এক পায়ে দাঁড়িয়ে থাকতে চাই ।





Youtube Channel Link : 

https://youtube.com/c/AllEducationTips01







1 Comments

  1. Apni agar golpo o kobita guli PDF dila students ra khub opokrito hoba

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post