class 10 history question suggestion 1st unit test 2022

 দশম শ্রেণি 

বিষয় : ইতিহাস 

ইতিহাসের ধারণা 

( প্রশ্নের মান : ২ )

১. নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? এটি গুরুত্বপূর্ণ কেন?

২. পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? দুটি পরিবেশ আন্দোলনের নাম উল্লেখ করো।

৩. স্থানীয় ইতিহাসচর্চা বা আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

৪. ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও ফটোগ্রাফি গুরুত্ব কী?

৫. খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

৬. নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো?

৭. আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা গুলি লেখ।

৮. আত্মজীবনী এবং স্মৃতি কথা বলতে কী বোঝ?

৯. অ্যানাল স্কুলের গুরুত্ব কী ?  

১০. সরকারি নথিপত্র বলতে কি বোঝ?

১১. নারীর ইতিহাসের গুরুত্ব লেখ।

১২. 'Letters from a father to his daughter' কে কার উদ্দেশ্যে চিঠিটি লিখেছিলেন? এই চিঠিগুলোর বিষয়বস্তু কী? 

১৩. আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?

১৪. স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?

১৫. ইন্টারনেটের সাহায্যে ইতিহাস চর্চার দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখ।

১৬. সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু কী ছিল ? ১৮৭৮ সালে এই পত্রিকার প্রকাশ ব্রিটিশ সরকার কেন বন্ধ করে দেয় ?

১৭. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার গুরুত্ব

লেখ।

১৮. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি” / সরলা দেবী চৌধুরানীর “জীবনের ঝরাপাতা” / বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’ গুরুত্বপূর্ণ কেন?







সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা 

( প্রশ্নের মান : ২ )

১. বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।

২. মেকলে মিনিটস কী?

৩. নব বঙ্গ গোষ্ঠী কাদের বলা হত? সমাজ সংস্কারে ইয়ংবেঙ্গল গোষ্ঠী বা নব্যবঙ্গের ভুমিকা কী ছিল?

৪. বাংলার নবজাগরণকে কলকাতাকেন্দ্রিক জাগরণ কেন বলা হয় ?

৫. স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ কী?

৬. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারীদের অবদান আলোচনা করো।

৭. নববিধান কী?

৮. শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশন এর ভূমিকা আলোচনা করো।

৯. উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা বলতে কী বোঝো?

১০. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হত ?

১১. হাজী মুহাম্মদ মহসিন কেন বিখ্যাত?

১২. সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?



( প্রশ্নের মান ৪ )

১. “হুতুম প্যাঁচার নকশা” / “নীলদর্পণ” গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়।

২. গ্রামবার্তা প্রকাশিকায় উনিশ শতকের বাংলার গ্রামীণ সমাজের কি কি ছবি ফুটে উঠেছে।

৩. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় এর অবদান আলোচনা করো। তাঁর নেতৃত্বে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের পরিচয় দাও।

৪. নারী সমাজের উন্নতিতে বানাবোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো।

৫. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বেথুন সাহেব এর ভূমিকা আলোচনা করো। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।

৬. রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় ,

 ৭. লালন ফকির ,

৮. বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা ও ব্রাহ্মসমাজের বিভাজনের কারণ আলোচনা করো।


( প্রশ্নের মান ৮)

১. উনিশ শতকে বাংলার নবজাগরণ ও এর সীমাবদ্ধতা।

২. শিক্ষা বিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব কী ? উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো ।





প্রতিরোধ ও বিদ্রোহ

( প্রশ্নের মান ২ )

১. ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ আলোচনা করো।।

২. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?

৩. নীলকর সাহেবরা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত?

৪. কোল বিদ্রোহের কারণ কী ?

 ৫. বিপ্লব, বিদ্রোহ ও অভ্যুত্থান বলতে কী বোঝো?

৬. বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো?

৭. রানী শিরোমণি, বিরসা মুন্ডা, দুদুমিয়া স্মরণীয় কেন?

৮. কী উদ্দেশ্যে উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয়েছিল ?

৯. নীল বিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা কী ছিল?

১০. নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের কী ভূমিকা ছিল?

১১. সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন?

১২. খুৎকাঠি প্রথা বলতে কী বোঝো?


(প্রশ্নের মান ৪ )

১. চুয়াড়, কোল ও মুন্ডা বিদ্ৰোহ

২. ওয়াহাবী ও ফরাজি আন্দোলন



( প্রশ্নের মান ৮ )

১. নীল বিদ্রোহের কারণ ,বৈশিষ্ট্য ও ফলাফল।

২. সাঁওতাল বিদ্রোহের কারণ , বৈশিষ্ট্য ও ফলাফল।












Post a Comment (0)
Previous Post Next Post