দ্বাদশ শ্রেণি
বিষয় : ইতিহাস
দ্বিতীয় অধ্যায় – ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার
ছোট প্রশ্ন-উত্তর ,( মানঃ ১)
১. সাম্রাজ্যবাদ কী ?
উত্তরঃ যদিও সাম্রাজ্যবাদের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই তা সত্ত্বেও বলা যায় যে সাম্রাজ্যবাদ বলতে প্রকৃতপক্ষে সামরিক কর্তৃত্ব স্থাপনকে বোঝানো হয়। কিন্তু পরবর্তীতে সাম্রাজ্যবাদ বলতে একটি শক্তিশালী রাষ্ট্র দ্বারা দুর্বল , রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিনাসকে বোঝানো হয়ে থাকে।
২. উপনিবেশবাদ বলতে কী বোঝ ?
উত্তরঃ উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের আদিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোন সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা ।
৩. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
উত্তরঃ আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস (১৪৯২ খ্রি:)
৪. আফ্রিকা কেন ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ” নামে পরিচিত ছিল?
উত্তরঃ উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় অথবা, উপনিবে সমগ্র আফ্রিকাই অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' নামে পরিচিত ছিল।
৫. ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন?
উত্তরঃ ভারতে আসার জলপথ ভাস্কো ডা গামা আবিষ্কার
করেন।
৬. আলিনগরের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত
হয়?
উত্তরঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজ-উদ দৌলার আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
৭. কোন দেশ “মশলা দ্বীপপুঞ্জ” নামে বিখ্যাত ছিল?
উত্তরঃ ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ “মশলা দ্বীপপুঞ্জ” নামে বিখ্যাত ছিল।
৮. “নতুন বিশ্ব” (New World) বলতে কি বোঝায়?
উত্তরঃ ভৌগলিক আবিষ্কার সূত্রে দুই আমেরিকা মহাদেশের অস্তিত্ব সঙ্গে আসার পরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা “পুরোনো পৃথিবী” এবং দুই আমেরিকা “নতুন বিশ্ব”বা New world নামে পরিচিত।
৯. কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
উত্তরঃ ১৭৭৬ আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়।
১০. জে এ হবসনের বইটির নাম কী?
উত্তরঃ জে এ হবসনের বইটির নাম হল ‘Imperialism: A Study
১১. লেলিন রচিত দুটি গ্রন্থের নাম লেখো ।
উত্তরঃ লেলিন রচিত দুটি গ্রন্থের নাম হলো – ‘Imperialism – the Highest Stage of Capitalism' এবং ‘Imperialism and the Split in Socialism ।'
১২. মুক্তদ্বার নীতি কি?
উত্তরঃ চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে একটি নীতি ঘোষণা করেন তাতে বলা হয় চীনা ভূখণ্ডে যেকোন দেশের বণিক বা বণিক গোষ্ঠী অবাধে বাণিজ্য করার অধিকার পাবে একেই বলা হয় মুক্তদ্বার নীতি।
১৩. বাণিজ্যিক মূলধন ককে বলে ?
উত্তরঃ যে মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসাবাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্য মূলধন বলা হয় ।
১৪. মার্কেন্টাইল বা বণিকবাদ বলতে কী বোঝায়?
উত্তরঃ পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে একটি বিশিষ্ট অর্থনৈতিক শক্তি আত্মপ্রকাশ করে, মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য কিছু নীতি গৃহীত হয়, একেই বলা হয় মার্কেনটাইল বাদ।
১৫. লগ্নি পুঁজি কি?
উত্তরঃ শিল্প-বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোন শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নিপুঁজি বলে।
১৬. সাদা চামড়ার দায়বদ্ধতা বা শ্বেতাঙ্গদের বোঝা কি?
উত্তরঃ ইংরেজি লেখক রুডিয়ার্ড কিপলিং এবং ফরাসি লেখক জুলি ফেরি প্রমূখ শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত, সেজন্য তারা পৃথিবীর অনুন্নত কৃষ্ণাঙ্গ জাতি গুলিকে সুসভ্য করার নৈতিক দায়িত্ব পালন করার জন্যই এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত অঞ্চলে আধিপত্য বিস্তার করে তাদের এই ধরনের চিন্তাধারা কে বলা হয় সাদা চামড়ার দায়বদ্ধতা।
এটি আসলে ছিল সাম্রাজ্যবাদ বিস্তারের একটি অজুহাত মাত্র।
১৭. বর্ণ বৈষম্য নীতি কি?
উত্তরঃ গায়ের রং এর ভিত্তিতে যখন কোন দেশে কোন স্থানে বিভিন্ন ক্ষেত্রেবৈষম্য করা হয় একেই বলা হয় বর্ণ বৈষম্য নীতি। দক্ষিণ আফ্রিকা-ভারত ইত্যাদির মতো দেশে বলবৎ হয়।
১৮. যোগ্যতমের উদবর্তন কি?
উত্তরঃ ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন তার তত্ত্বে বলেছেন পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে জীবনধারণের উপকরণে ঘাটতি দেখা দিলে বিভিন্ন জাতির মধ্যে সংঘাত অনিবার্য এক্ষেত্রে সবথেকে শক্তিশালী জাতি এই সংঘাতে জড়িয়ে পৃথিবীতে টিকে থাকবে, এই তত্ত্ব কে যোগ্যতমের জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব বা যোগ্যতমের উদবর্তন বলা হয়েছে ।
১৯. ভারতের কোন কোন জায়গায় পোর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল ?
উত্তরঃ ভারতের যে সমস্ত জায়গায় পোর্তুগিজরা বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল সেগুলি হল— গোয়া, দমন, দিউ, নাগাপম, হুগলি, কোচিন, বেসিন, বোম্বাই প্রভৃতি।
২০. সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে?
উত্তরঃ সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হলেন হার্বার্ট স্পেনসার।
২১. ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন ?
উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জ , নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ আবিষ্কার করেন ক্যাপ্টেন কুক ।
২২. সর্বপ্রথম শিল্পবিপ্লব কোথায় শুরু হয়েছিল ?
উত্তরঃ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূচনা হয় । 10. কার নেতৃত্বে , কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় ?
২৩. আমেরিকা কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ আমেরিকা ছিল ব্রিটিশদের উপনিবেশ ।
২৪. ভৌমিক সাম্রাজ্যবাদ কাকে বলে?
উত্তরঃ সপ্তদশ ও অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভুখন্ড দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন শুরু করেন। এই সাম্রাজ্যবাদ ‘ভৌমিক সাম্রাজ্যবাদ’ নামে পরিচিত।
২৫. নানকিং-এর সন্ধির দুটি শর্ত লেখো।
উত্তরঃ ১৮৪২ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট স্বাক্ষরিত নানকিং সন্ধির শর্তগুলি হল— (ক) চিন হংকং বন্দরটি ইংল্যান্ডকে ছেড়ে দেয়। (খ) ক্যান্টন, অ্যাময়, সাংহাই বন্দর বিদেশিদের কাছে চিন খুলে দিতে বাধ্য হয়।
২৬. বুল-এর নির্দেশনামা কী?
উত্তরঃ সমুদ্রাভিযানে প্রথমদিকে সর্বাধিক সাফল্য দেখায় পোর্তুগাল ও স্পেন। সমুদ্রাভিযান নিয়ে এই দুই দেশের মধ্যে বিরোধ দেখা দিলে পোপ ষষ্ঠ আলেকজান্ডার এক বুল বা নির্দেশনামা জারি করে যেখানে বলা হয়। স্পেনের সামুদ্রিক এলাকা নির্দিষ্ট করা হয়। পরবর্তীকালে এই নিয়ে রিডিসিয়াস এর চুক্তি স্বাক্ষরিত হয়।
২৭. ইউরোপের কয়েকটিঔপনিবেশিক শক্তির নাম উল্লেখ করো ।
উত্তরঃ ইউরোপের কয়েকটি ঔপনিবেশিক শক্তির নাম হল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ইতালি, বেলজিয়াম, জার্মানি |
২৮. গণ্ডামাকের সন্ধি করে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ গন্ডামাকের সন্ধি স্বাক্ষরিত হয় ১৮৭৯ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে ইয়াকুব খানের।
২৯. কবে কাদের মধ্যে নানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ নানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয় ১৮৪২ খ্রিস্টাব্দে ইংরেজদের ও চিনের দুর্বল মাঞ্জু শাসকদের সঙ্গে।
৩০. ‘ত্রয়োদশ উপনিবেশ’ বলতে কী বোঝায়?
উত্তরঃ অষ্টাদশ শতকের মধ্যে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকাঙ্খিত ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে তেরোটি উপনিবেশ প্রতিষ্ঠা করে। এই উপনিবেশগুলিকে ত্রয়োদশ উপনিবেশ’ বলে।
৩১. আমেরিকায় কবে ইংল্যান্ডের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে?
উত্তরঃ আমেরিকায় ১৭৮৩ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে।
৩২. কে চিনে মুক্তদ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন ?
উত্তরঃ মার্কিন পররাষ্ট্র সচিব জন হে মুক্তদ্বার নীতি চিনে প্রয়োগ করার কথা ঘোষণা করেন।
৩৩. ‘নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?
উত্তরঃ ১৮৭০ খ্রিস্টাব্দের সেডানের যুদ্ধের পর থেকে সাম্রাজ্যবাদী প্রয়াস ইউরোপীয় শক্তিগুলিকে উত্তাল করে তুলেছিল। তাই ১৮৭০-১৯১৪ কালপর্বের সম্প্রসারণবাদ নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত।
৩৪. ‘ওয়েলথ্ অব নেশনস’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ “ ওয়েলথ অব নেশন্স” গ্রন্থটি অ্যাডাম স্মিথ রচনা করেন।
৩৫. হবসন-লেনিন থিসিস বলতে কী বোঝ ?
উত্তরঃ ঔপনিবেশিক প্রসারের আধুনিক কৌশল নয়া ঔপনিবেশিকতাবাদ নামে পরিচিত। নয়া সাম্রাজ্যবাদ ও নয়া ঔপনিবেশিকতাবাদ-এর প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ ছিল। এ বিষয়ে অর্থনৈতিক ব্যাখ্যাদাতাদের মধ্যে সর্বাধিক অগ্রগণ্য হলে জে. এ হবসন এবং ভি. আই. লেনিন। তাঁদের এই অর্থনৈতিক ব্যাখ্যা হবসন লেনিন থিসিস নামে পরিচিত।
৩৬. উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা বিষয়ে হবসনের লেখা বইটির নাম কী ?
উত্তরঃ উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা বিষয়ে হবসনের লেখা বইটির নাম হল ‘সাম্রাজ্যবাদ — একটি সমীক্ষা’ ( ‘Imperialism: A Study) ।
৩৭. উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ ?
উত্তরঃ ১৮৭০ খ্রিস্টাব্দের পর ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। প্রতিটি জাতিই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করে। শুরু হয় পারস্পরিক সন্দেহ ও বিরোধ। একেই উগ্র জাতিয়তাবাদ বলে।
৩৮. রুডইয়ার্ড কিপলিং কে ছিলেন?
উত্তরঃ রুডইয়ার্ড কিপলিং ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ কবি।
৩৯. ভারতের কোন কোন স্থানে ইংরেজ বাণিজ্য কুঠির ছিল ?
উত্তরঃ সুরাট, আগ্রা, আহম্মদ নগর, ব্রোচে, মাদ্রাজ, কলকাতা প্রভৃতি স্থানে ।
৪০. বিকৃত জাতীয়তাবাদ কী?
উত্তরঃ আদর্শ বা প্রকৃত জাতীয়তাবাদ কখনো কখনো আদর্শ ভ্রষ্ট হয়ে সংকীর্ণ স্বাদেশিকতায় পরিণত হয় এবং এক উগ্র রূপ ধারণ করে তখন তাকে বিকৃত জাতীয়তাবাদ বা আগ্রাসী জাতীয়তাবাদ বলে ।
এই অধ্যায় থেকে যে কয়টি বড়ো প্রশ্ন তোমাদের তৈরি করে রাখতে হবে -
১. মার্কেন্টাইল মূলধন নীতি বলতে কি বোঝো? এই মতবাদের মূল বক্তব্য গুলি লেখো । 4+4
অথবা,
মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্য গুলি কী ছিল ? এই অর্থ নীতির অবসান কীভাবে ঘটেছিল ? 4+4
২. ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেলিনের তথ্য আলোচনা করো ।4+4
অথবা,
নয়া উপনিবেশবাদ বা নব সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? উপনিবেশবাদের ব্যাখ্যা হিসেবে হবসন ও লেনিন থিসিসের সীমাবদ্ধতা ও গুরুত্ব উল্লেখ করো। 2+(3+3)
৩. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ লেখো । 3+5
অথবা,
উপনিবেশবাদ প্রসারের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 8
অথবা,
উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8
অথবা,
উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো । 8
৪. নতুন বিশ্ব বলতে কী বোঝো ? নতুন বিশ্বে বিভিন্ন ঔপনিবেশিক শক্তির পরিচয় দাও । 2+6
৫. শিল্প ও পুঁজিবাদী মূলধন বলতে কী বোঝায় ? উপনিবেশের প্রসারে এই মূলধনের ভূমিকা কী ?
৬.আফ্রিকা নিয়ে কাড়াকাড়ি বলতে কী বোঝায় ? আফ্রিকাবাসীর অশান্তির মূল কারণ কী ছিল? আফ্রিকায় উপনিবেশবাদ সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? 2+3+3
কোথাও কোনো রকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করো ।
- অপূর্ব দা
