West Bengal GK Questions & Answers :
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা তে পশ্চিমবঙ্গের ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিভাগ । এই বিভাগ থেকে অনেকগুলো প্রশ্নই এসে থাকে, তাই আমাদের বাংলার ভৌগোলিক তথ্য গুলো জেনে রাখা খুবই প্রয়োজন । তাই ALL EDUCATION TIPS -এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গে র থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী / পশ্চিমবঙ্গ বিষয়ক GK প্রকাশ করা হল । আজ পশ্চিমবঙ্গের ভূগোলর প্রথম পর্বটি প্রকাশিত হলো 50 টি প্রশ্নের সমন্বয়ে । দ্বিতীয় পর্বটি খুব শিঘ্রই প্রকাশ করা হবে । তাই আপনারা প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এই ধরনের ভিডিও আরো বেশি বেশি পাবার জন্য ।
পশ্চিমবঙ্গ
ভারতের এক রাজ্য পশ্চিমবঙ্গ যা দেশের পূর্ব দিকে অবস্থান করে আছে । 23 টি জেলা নিয়ে গঠিত এটি একটি বেশ উন্নত রাজ্য । রাজ্যের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিতে সমস্ত জেলাগুলি তাদের বৈচিত্রের গঠন এবং ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্যের এক বিশাল অবদান রেখেছে । রাজ্যটি তার প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ শিল্পকলা , সংস্কৃতি ও সংগীতের জন্য বিখ্যাত । এই রাজ্যের রাজধানী হল- কলকাতা এবং এটি ভারতের প্রধান শহর গুলির মধ্যে অন্যতম ।
পশ্চিমবঙ্গের GK :
1. পশ্চিমবঙ্গের আয়তন - 88752 বর্গকিমি ।
2. পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের - 2.77 শতাংশ ।
3. আয়তনের দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান - 14-তম ।
4. পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা - 9কোটি 13 লক্ষ 47 হাজার 736 জন (2011 সাল) ।
5. জনবসতি ঘনত্ব রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের স্থান - চতুর্থ ।
6. পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ - 14 শতাংশ ।
7. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা হল - উত্তর 24 পরগণা ।
8. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা হল - দার্জিলিং ।
9. পশ্চিমবঙ্গে আয়তনে ক্ষুদ্রতম জেলা - কলকাতা (187.33 বর্গকিমি ) ।
10. পশ্চিমবঙ্গে আয়তনে বৃহত্তম জেলা - দক্ষিণ 24 পরগণা ।
11. পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে ? - তাম্রলিপ্ত তে ।
12. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলস্টেশন - হাওড়া ।
13. বৃহত্তম ক্রীড়াঙ্গণ – যুবভারতী ক্রীড়াঙ্গণ ।
14. পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ – ফারাক্কা বাঁধ ।
15. পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ – হাজার দুয়ারি (মুর্শিদাবাদ ) ।
16. পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা – ইন্ডিয়ান মিউজিয়াম ।
17. পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – বোটিনিক্যাল গার্ডেন ( শিবপুর , হাওড়া ) ।
18. পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা – জুলজিক্যাল গার্ডেনস্ (আলিপুর ) ।
19. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা – গঙ্গাসাগর মেলা ।
20. পশ্চিমবঙ্গের বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন ব-দ্বীপ অঞ্চল ।
21. পশ্চিমবঙ্গের বৃহত্তম বিল – ডানকুনি বিল (হুগলি তে অবস্থিত) ।
22. পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলস্টেশন - শিয়ালদহ ।
23. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু – হাওড়া সেতু (457 মি.) ।
24. পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম – খড়গপুর ।
25. পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ – ফারাক্কা ব্যারেজ (গঙ্গা নদীর উপর নির্মিত 2245 মি. লম্বা ) ।
26. পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ – বিদ্যাসাগর সেতু (2700 ফুট ) ।
27. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু – রূপনারায়ণ সেতু কোলঘাটা (3314 ফুট ) ।
28. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী – ভাগীরথী নদী ( দৈর্ঘ্য -530 কিমি ) ।
29. পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ - কলকাতা মেডিক্যাল কলেজ (1835) ।
30. পশ্চিমবঙ্গের প্রথম কলেজ – ফোর্ট উইলিয়াম কলেজ (কলকাতা) ।
31. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ – বেথুন কলেজ (কলকাতা) ।
32. পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয় – কলকাতা বিশ্ববিদ্যালয় ।
33. পশ্চিমবঙ্গের সর্ব প্রাচীন গ্রন্থাগার – উইলিয়াম কেরি লাইব্রেরি ।
34. পশ্চিমবঙ্গের সর্ব প্রাচীন ফুটবল ক্লাব – ক্যালকাটা ডালহৌসি ক্লাব ।
35. পশ্চিমবঙ্গের সর্ব প্রথম কাপড়ের কল – শ্রীরামপুর বঙ্গলক্ষী কটন মিল ।
36. পশ্চিমবঙ্গের সর্বপেক্ষা শিক্ষিত জেলা – কলকাতা (81.31%) ।
37. পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র – সমাচার দর্পণ ।
38. পশ্চিমবঙ্গের (তথা সারা ভারতের ) প্রথম সংবাদপত্র – জেমস হিকির বেঙ্গল গ্যাজেট ।
39. পশ্চিমবঙ্গের প্রথম কাগজকল গড়ে ওঠে – বালিতে ,(নাম – রয়েল পেপার মিল) ।
40. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল – টাইগার হিল ।
41. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ – সান্দাকফু ( 3.636 মিটার ) ।
42. পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ – জেলেপোলা ।
43. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান – শহীদ মিনার (165 ফুট ) ।
44. পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ – ভিক্টোরিয়া মেমোরিয়াল (উচ্চতা – 182 ফুট ) ।
45. পশ্চিমবঙ্গের উচ্চতম ভবন – দ্য 42 ।
46. পশ্চিমবঙ্গের শীতলতম স্থান – দার্জিলিং ।
47. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান – বর্ধমান জেলার আসানসোল ।
48. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর – কলকাতা দমদম বিমানবন্দর ।
(নেতাজী সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট )
49. কলকাতার নামকরণ করেন – চার্লস আয়ার ।
50. কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দেন – রবার্ট ক্লাইভ ।
পরবর্তী জেনারেল নলেজ প্রশ্ন উত্তর আলোচনা টি পেতে আমাদের পেজ টি ফলো করুন । আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখতে পারেন । আমাদের ইউটিউব চ্যানেল নাম All Education Tips .