কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি
- মুকুন্দরাম চক্রবর্তী
সংক্ষিপ্ত প্রশ্ন–উত্তর :-
১. ‘কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি’ কাব্যাংশটির লেখক কে?
উত্তর – ‘কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি’ কাব্যাংশটি মধ্যযুগে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী দ্বারা রচিত।
২. ‘কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি’ কাব্যাংশটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে ?
উত্তর – ‘কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি’ কাব্যাংশটি ‘চণ্ডীমঙ্গল’ কাব্য থেকে নেওয়া হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্য চণ্ডিকামঙ্গল বা অম্বিকামঙ্গল নামেও খ্যাত।
৩. চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ার কারন কি ?
উত্তর - আকাশ মেঘে ঢেকে যাওয়ার কারনে চারিদিকে অন্ধকার হয়েছে।
৪. ঈশান বলতে কোন দিক বোঝায় ?
উত্তর – ঈশান দিক বলতে উত্তর-পুর্ব দিককে বোঝায়।
৫. ‘চিকুর’ শব্দের অর্থ কি?
উত্তর – চিকুর কথার অর্থ চুল, কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কবিতায় ‘চিকুর’ কথাটি বিদ্যুৎ বোঝাতে ব্যবহার করা হয়েছে।
৬. ‘বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়’- রড় শব্দের অর্থ কি?
উত্তর - রড় শব্দের অর্থ হল দৌড়ানো ।
৭. হরিত শব্দটির অর্থ কি?
উত্তর – হরিত শব্দটির অর্থ হল সবুজ ।
৮.প্রজা চমকিত হল কেন ?
উত্তর - বিধ্বংসী ঝড়বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গদেশ ধুলোয় ডেকে যায়।এবং প্রবল দুর্যোগে শস্যখেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা চমকিত হয়।
৯. “চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।” - ‘চারি মেঘ’-এর নাম লেখো।
উত্তর – চারটি মেঘের নাম সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ।
১০. চারদিকে মেঘে জল দেয় কারা ?
উত্তর - কলিলাদেশে প্রবল ঝড়বৃষ্টির সময় চারদিকে মেঘে জল দিয়েছিল ‘অষ্ট গজরাজ’ বা আটটি শ্রেষ্ঠ হাতি।
১১. অষ্টগজরাজের নামগুলি কি কি?
উত্তর – ভারতীয় পুরাণ অনুযায়ী, এই আট গজরাজের নাম কুমুদ, ঐরাবত, পুন্ডরীক্ষ, পুস্পদন্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম।
১২. “করি-কর সমান বরিষে জলধারা” – ‘করি-কর’ শব্দের অর্থ কি?
উত্তর – ‘করি’ কথার অর্থ হাতি, ‘করি-কর’ বলতে এখানে কবি হাতির শুঁড় বুঝিয়েছেন।
১৩. ঘন মেঘ থেকে কি রকম বাজ পড়ছিল ?
উত্তর – কবি লিখেছেন ‘সঘনে চিকুর পড়ে বেঙ্গ তড়কা বাজ’ অর্থাৎ ব্যাঙ যেভাবে লাফায় ঠিক তেমনি ভাবে কলিঙ্গ দেশে লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছে।
১৪. মহি শব্দের প্রতিশব্দ লেখ।
উত্তর - মহি শব্দের প্রতিশব্দ হল- ধরা, পৃথিবী ।
১৫. সোঙরে শব্দের অর্থ কি?
উত্তর – সোঙরে শব্দের অর্থ - স্মরণ করা ।
১৬. কলিঙ্গ দেশের লোক কাকে স্মরন করে ?
উত্তর - কলিঙ্গ দেশের লোক জৈমিনি মুনিকে স্মরণ করে।
১৭. কলিঙ্গবাসীর জৈমিনিকে স্মরন করার কারন কি?
উত্তর - জৈমিনি মুনি বজ্রপাত নিবারণ করতে পারেন তাই বজ্রাঘাতের থেকে রক্ষা পেতে তারা তাকে স্মরণ করেছে।
১৮. “না পায় দেখিতে কেহ রবির কিরণ” – রবির কিরণ দেখতে না পাবার কারণ কি?
উত্তর – কলিঙ্গ দেশে সাত দিন ধরে টানা বৃষ্টি চলছে, আকাশ – ঘন মেঘে ঢাকা তাই রবি অর্থাৎ সূর্যের কিরণ দেখতে পাওয়া যাচ্ছে না।
১৯. ‘ভুজঙ্গ’ শব্দের অর্থ কি ?
উত্তর – ‘ভুজঙ্গ' শব্দের অর্থ সাপ ।
২০. ‘আছুক’ শব্দের অর্থ কি ?
উত্তর - আছুক শব্দের অর্থ থাকুক ।
২১. কবিতায় শিল পরাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর - কবিতায় শিল পরাকে ভাদ্র মাসের তাল পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে ।
২২. চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন ?
উত্তর - বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়েছিলেন ।
২৩. চণ্ডী হনুমানকে কি আদেশ দিয়েছিলেন ?
উত্তর - চণ্ডী হনুমানকে মঠ- অট্টালিকা ভাঙ্গার আদেশ দিয়েছিলেন ।
২৪. “উঠে পড়ে ঘরগুলো করে দলমল”- ঘরেরা কেন ‘দলমল’ করে ?
উত্তর – পর্বত সমাণ ঢেউয়ের আঘাতে কলিঙ্গ দেশের ঘরগুলি ভূমি ছাড়া হয়ে জলে দলমল করে ভাসছে ।
২৫. শ্রীকবিকঙ্কণ কার উপাধি ?
উত্তর - শ্রীকবিকঙ্কণ কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি ।