উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় অধ্যায় MCQ mock test

দ্বিতীয় অধ্যায় – ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার MCQ প্রশ্ন উত্তর সাজেশন, HS History Question, পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে।তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা ২-য় অধ্যায় থেকে বাছাই করে 45-টি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে এসেছি।দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় MCQ, WB HS History Question Answer, Class 12 History MCQ

“শিক্ষা” ফ্রি অনলাইন কোচিং এখানে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন Google meet app এর মাধ্যমে দশম শ্রেণি ( সমস্ত বিষয়) , একাদশ ও দ্বাদশ শ্রেণির ( কলা বিভাগ) পড়ানো হয়।

সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক ইতিহাস – ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer:

<

1➤ যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে -

ⓐ সাম্রাজ্যবাদ
ⓑ মানবতাবাদ
ⓒ সামরিকবাদ
ⓓ জাতীয়তাবাদ

2➤ 'নতুন বিশ্ব' শব্দটি প্রথম ব্যবহার করেন -

ⓐ কলম্বাস
ⓑ আমেরিগো ভেসপুচি
ⓒ অ্যাডাম স্মিথ
ⓓ ম্যাগেলান

3➤ অন্ধকারআচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল -

ⓐ এশিয়া
ⓑ ইউরোপ
ⓒ আফ্রিকা
ⓓ আমেরিকা

4➤ আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল -

ⓐ ইংরেজরা
ⓑ ফরাসিরা
ⓒ পর্তুগিজরা
ⓓ ওলন্দাজরা

5➤ পর্তুগিজরা 'ব্ল্যাকগোল্ড' বলত -

ⓐ কয়লাকে
ⓑ লবণকে
ⓒ দারুচিনিকে
ⓓ গোলমরিচকে

6➤ দারুচিনির দ্বীপ বলা হয় -

ⓐ মালয়েশিয়াকে
ⓑ ইন্দোনেশিয়াকে
ⓒ শ্রীলঙ্কাকে
ⓓ ভারতকে

7➤ ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল -

ⓐ ১৮১৬ সালে
ⓑ ১৮৫২ সালে
ⓒ ১৮১৩ সালে
ⓓ ১৮২৬ সালে

8➤ ইউরোপিয়রা চিনের কোন বন্দরে সর্বপ্রথম বাণিজ্য করার অধিকার পায় ?

ⓐ সাংহাই
ⓑ ম্যাকাও
ⓒ ফরমোজা
ⓓ ক্যান্টন

9➤ চিনের সঙ্গে কোন দেশের শিমনোসেকির সন্ধি (১৮৯৫ সালে) স্বাক্ষরিত হয়েছিল?

ⓐ আমেরিকা
ⓑ জাপান
ⓒ ইংল্যান্ড
ⓓ ফ্রান্স

10➤ 'মুক্তদ্বার নীতি ' ঘোষণা করেন -

ⓐ স্যার জন হে
ⓑ ম্যাথুপেরি
ⓒ বিসমার্ক
ⓓ ক্যাম্পবেল

11➤ বুয়র হল ___ এর কৃষক

ⓐ দক্ষিণ আমেরিকা
ⓑ আফ্রিকা
ⓒ চিন
ⓓ ভিয়েতনাম

12➤ ভাস্কো - ডা - গামা ছিলেন -

ⓐ পর্তুগিজ
ⓑ ওলন্দাজ
ⓒ ইংরেজ
ⓓ ফরাসি

13➤ 'মার্কেন্টাইলবাদ' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন -

ⓐ ডেভিড রিকার্ডো
ⓑ অ্যাডাম স্মিথ
ⓒ মার্শাল
ⓓ লর্ড অ্যাক্টন

14➤ 'Imperialism: A Study' গ্রন্থটি রচনা করেন -

ⓐ ভি. আই. লেলিন
ⓑ টি. এইচ. মার্শাল
ⓒ ডেভিড হিউম
ⓓ জে. এ. হবসন

15➤ "সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ" - উক্তিটি করেন -

ⓐ জে. ডি. ফেজ
ⓑ জে. এ. হবসন
ⓒ ডেভিড টমসন
ⓓ ভি. আই. লেলিন

16➤ 'অনুন্নত জাতিকে সভ্য করার দায়িত্ব উন্নত জাতির।' উক্তিটি করেন -

ⓐ রুডইয়ার্ড কিপলিং
ⓑ ডেভিস টমসন
ⓒ জুলি ফেরি
ⓓ কার্ডিনাল লেভিজেরি

17➤ ভাস্কো - ডা - গামা সর্বপ্রথম যে বন্দরে পদার্পণ করেন, সেটি হল -

ⓐ সুরাট
ⓑ কোচিন
ⓒ বিশাখাপত্তনম
ⓓ কালিকট

18➤ 'হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা হলেন -

ⓐ আলেকজান্ডার ডাও
ⓑ রমেশচন্দ্র মজুমদার
ⓒ ভিনসেন্ট স্মিথ
ⓓ জেমস্ মিল

19➤ আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করেছিল -

ⓐ ফরাসিরা
ⓑ জার্মানরা
ⓒ ব্রিটিশরা
ⓓ ওলন্দাজরা

20➤ বার্লিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -

ⓐ ১৮৬০ সালে
ⓑ ১৮৮৭ সালে
ⓒ ১৮৫২ সালে
ⓓ ১৮৮৫ সালে

21➤ তরমুজের মতো খন্ড খন্ড করে বাঁটোয়ারা করা হয় যে দেশকে সেটি হল -

ⓐ আফ্রিকা
ⓑ জাপান
ⓒ ভিয়েতনাম
ⓓ চিন

22➤ সৌগলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?

ⓐ ১৮২৬ সালে
ⓑ ১৮১৬ সালে
ⓒ ১৮৮৬ সালে
ⓓ ১৮১৪ সালে

23➤ 'Wealth of Nations' গ্রন্থটির রচয়িতা হলেন -

ⓐ অ্যাডাম স্মিথ
ⓑ লেলিন
ⓒ হবসন
ⓓ ডেভিড রিকার্ডো

24➤ 'Realpolitik' নীতিটি গ্রহণ করেন -

ⓐ কাইজার দ্বিতীয় উইলিয়াম
ⓑ কার্ক প্যার্ট্রিক
ⓒ ক্যাম্পবেল
ⓓ বিসমার্ক

25➤ নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল -

ⓐ ১৮৪০ সালে
ⓑ ১৮৩০ সালে
ⓒ ১৮৫২ সালে
ⓓ ১৮৪২ সালে

26➤ ব্রহ্মদেশ এর বর্তমান নাম -

ⓐ ভারত
ⓑ নেপাল
ⓒ চিন
ⓓ মায়ানমার

27➤ জার্মান জাতিকে 'বিশুদ্ধ আর্যজাতি' বলে প্রচার করেছিলেন -

ⓐ কাইজার দ্বিতীয় উইলিয়াম
ⓑ বিসমার্ক
ⓒ মুসোলিনি
ⓓ হিটলার

28➤ 'উদীয়মান সূর্যের দেশ' বলা হয় -

ⓐ ভারতকে
ⓑ জাপানকে
ⓒ চিনকে
ⓓ রাশিয়াকে

29➤ প্রথম অহিফেনের যুদ্ধ শুরু হয়েছিল কত সালে ?

ⓐ ১৮৪০
ⓑ ১৮৩৯
ⓒ ১৮৪২
ⓓ ১৮৪৩

30➤ কলকাতায় কারা বাণিজ্যকুঠি স্থাপন করেছিল?

ⓐ ইংরেজরা
ⓑ পোর্তুগিজরা
ⓒ ওলন্দাজরা
ⓓ ফরাসিরা

31➤ শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল ?

ⓐ ইংল্যান্ডে
ⓑ ফ্রান্সে
ⓒ জার্মানে
ⓓ জাপানে

32➤ কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ বাঁধে ?

ⓐ চিন ও ইংরেজদের মধ্যে
ⓑ চিন ও ফরাসিদের মধ্যে
ⓒ চিন ও ফ্রান্সের মধ্যে
ⓓ কোনটিই নয়

33➤ কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত ?

ⓐ মালুকু দ্বীপপুঞ্জ
ⓑ আন্দামান দ্বীপপুঞ্জ
ⓒ শ্রীলঙ্কা
ⓓ মায়ানমার

34➤ আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল -

ⓐ ১৭৭৬ সালে ৪ জুলাই
ⓑ ১৭৭৬ সালে ১৪ জুলাই
ⓒ ১৭৮৩ সালে ১৩ সেপ্টেম্বর
ⓓ ১৭৮৯ সালে ৪ জুলাই

35➤ 'নয়া সাম্রাজ্যবাদ' কথাটি কে প্রথম ব্যবহার করেন ?

ⓐ ডেভিড টমসন
ⓑ কার্ল মার্কস
ⓒ আর্নল্ড টয়েনবি
ⓓ লেলিন

36➤ সাম্রাজ্যবাদ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

ⓐ ইম্পেজিম
ⓑ ইম্পেরিয়াম
ⓒ ইমোজিম
ⓓ ইয়াজিম

37➤ ইম্পেরিয়াম শব্দটি হল -

ⓐ ফরাসি শব্দ
ⓑ ল্যাটিন শব্দ
ⓒ ইংরেজি শব্দ
ⓓ গ্রিক শব্দ

38➤ কলোনিয়া শব্দটি হল -

ⓐ লাতিন
ⓑ গ্রিক
ⓒ ইংরেজি
ⓓ ফরাসি

39➤ পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হল তা হল -

ⓐ ভারত
ⓑ চিন
ⓒ গ্রিস
ⓓ আফ্রিকা

40➤ সিংহলে প্রথম চা ও রবারের চাষ শুরু করে -

ⓐ ফরাসিরা
ⓑ পর্তুগিজরা
ⓒ ওলন্দাজরা
ⓓ ইংরেজরা

41➤ ধনতন্ত্রের সর্বশেষ পর্যায়কে বলা হয় -

ⓐ সাম্রাজ্যবাদ
ⓑ শিল্পজাত ধনতন্ত্র
ⓒ রাষ্ট্রীয় ধনতন্ত্র
ⓓ পরোক্ষ ধনতন্ত্র

42➤ ধনতন্ত্র কয়টি পর্যায়ে প্রসার লাভ করেছিল?

ⓐ ২টি
ⓑ ৩টি
ⓒ ৪টি
ⓓ ৫টি

43➤ গন্ডামাকের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?

ⓐ ১৮৭৯
ⓑ ১৮৬৯
ⓒ ১৮৫৯
ⓓ ১৮৮৯

44➤ 'যোগ্যতমের উদবর্তন' তত্ত্বটি প্রচার করেন -

ⓐ চার্লস ডারউইন
ⓑ ল্যামার্ক
ⓒ জুলি ফেরি
ⓓ অ্যারিস্টটল

45➤ ভাস্কো - ডা - গামা কবে ভারতে আসেন?

ⓐ ১৪৮৯ খ্রিষ্টাব্দে
ⓑ ১৪৯৮ খ্রিষ্টাব্দে
ⓒ ১৪৭৬ খ্রিষ্টাব্দে
ⓓ ১৪৯৯ খ্রিষ্টাব্দে

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) - উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | HS Class 12th History Question and Answer “শিক্ষা” ফ্রি অনলাইন কোচিং এখানে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন Google meet app এর মাধ্যমে দশম শ্রেণি ( সমস্ত বিষয়) , একাদশ ও দ্বাদশ শ্রেণির ( কলা বিভাগ) পড়ানো হয়। “শিক্ষা”ফ্রি অনলাইন কোচিং

Post a Comment (0)
Previous Post Next Post